ইউক্রেনে রাশিয়ার আক্রমণ,যা বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:: তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেনে রুশ আক্রমণ প্রত্যাখান  করেছেন। এটাকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

এরদোগান বলেন, এটা আন্তর্জাতিক আইনবিরোধী। তুর্কি প্রেসিডেন্ট ইউক্রেনে রুশ আক্রমণকে ‘আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতায় চপেটাঘাত’ বলে মন্তব্য করেন।

এরদোগান বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে কথা বলেছেন। এই টেলিফোন আলাপে তিনি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতায় সমর্থন জানিয়েছেন।

এরদোগান বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়কে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে দেখি।  দেশ দুটির এমন মুখোমুখি হওয়া দুঃখজনক।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি ইউক্রেনে আক্রমণের বিষয়টি মেনে নিবেন না বলে পুতিনের কাছে বলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *