তুরস্কের সঙ্গে উত্তেজনা মধ্যেই আরও রণতরী-যুদ্ধবিমান কিনছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক:: ফ্রান্স থেকে ৩ বিলিয়ন ইউরোর তিনটি যুদ্ধ জাহাজ কেনার ব্যপারে মঙ্গলবার সম্মতি দিয়েছে গ্রিসের সংসদ। তুরস্কের সঙ্গে উত্তেজনা চলাকালীন সময়েই এমন উদ্যোগ নিল গ্রিস।

তাছাড়া গ্রিসের সংসদ সদস্যরা ফ্রান্সের কাছ থেকে আরও ছয়টি নতুন রাফায়েল যুদ্ধ বিমান কেনার ব্যপারেও সম্মতি দিয়েছেন।

এর আগে ফ্রান্সের কাছে আরও ১৮টি রাফায়েল বিমান কেনার ব্যপারে চুক্তি করেছিল দেশটি। যার মধ্যে ১২টি ব্যবহৃত, বাকি ছয়টি নতুন।

২০২১ সালে গ্রিসের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী এ চুক্তিটি করেছিলেন।

ন্যাটো সদস্য গ্রিস ও তুরস্কের মধ্যে এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে থাকা সমূদ্রের সীমানা এবং প্রাকৃতিক সম্পদ আহরণ নিয়ে দ্বন্দ্ব চলছে।

২০২০ সালে তুরস্ক তেল ও গ্যাস নিয়ে একটি জরিপ চালায়। এরপরই দুই দেশের নৌ বাহিনীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

গ্রিস দাবি করছে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করাটা তাদের জন্য জরুরি হয়ে পড়েছে। ফলে ফ্রান্সের কাছ থেকে এ  যুদ্ধ সরঞ্জামগুলো কেনার ব্যপারে তারা সম্মত হয়েছে।

গ্রিসের সংসদে যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ কেনার ব্যপার সম্মতি দেওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ক।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার জানিয়েছেন, গ্রিস অনর্থক তাদের শক্তি প্রদর্শনের জন্য এমনটি করছে।

সূত্র: ডেইলি সাবাহ

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *