‘লবিস্ট ষড়যন্ত্রকারীদের’ শিগগিরই জনসম্মুখে আনবে সরকার

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ নিয়ে দেশে তোলপাড় চলছে। সরকারি দল বলছে, বিএনপি-জামায়াত যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিয়ে ৩.৭৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে। অনুসন্ধান চলছে, ব্যয় বাড়তে পারে। টাকার উৎস খোঁজা হচ্ছে। ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি যেসব লবিস্ট নিয়োগ করেছে এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল চিঠি দিয়েছেন দেশে বিরুদ্ধে- তার তথ্য-প্রমাণ সরকারের হাতে এসেছে। এসব নিয়ে তদন্তও চলছে।

অপরদিকে বিএনপি এ অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে নাকচ করে দিয়েছে। সরকারই ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিয়ে রেখেছে বলে পালটা অভিযোগ করে বিএনপি। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, দেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে লবিস্ট নয়, পিআরের দায়িত্ব দিয়েছে সরকার।

অভিযোগ পালটা অভিযোগের মুখে এ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা যেটা করছি, এই লবিস্ট কীভাবে এখান থেকে টাকা পাঠাল, সেটা খুঁজে বের করছি। যারা টাকা পাঠিয়েছেন, তারা ষড়যন্ত্রের অংশীদার এবং খুব শিগগিরই তাদের জনসম্মুখে আনব।’

শিগগিরই ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান মন্ত্রী।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশে কেউ গুম হয় না, কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসছে।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *