বয়সের ছাপ পড়েনি ১৯০ বছর বয়সী জোনাথানের (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্বে সবচেয়ে বেশি বয়স্ক কচ্ছপ হিসেবে রেকর্ড গড়েছে জোনাথান নামের একটি কচ্ছপ। সেন্ট হেলেনা দ্বীপে বাস করা ক্চ্ছপটির বয়স হয়েছে ১৯০ বছর। ধারণা করা হয় ১৮৩২ সালে জন্ম নেয় জোনাথান।

এর মাধ্যমে গিনেস বুকের রেকর্ড অনুযায়ী কচ্ছপটি সবচেয়ে বেশি সময় বেঁচে থাকার রেকর্ড গড়েছে।

জোনাথানের বয়স প্রায় ২০০ বছর হয়ে গেলেও বয়সের ছাপ তার মধ্যে এখনো খুব একটা পড়েনি। জোনাথান এখনো ঠিক মতো খাবার গ্রহণ করতে পারে। তাছাড়া সঙ্গিনীদের সঙ্গেও সময় কাটায় সে। তার কাজ হলো খাওয়া, ঘুমানো ও সঙ্গিনীদের সাথে ঘুরে বেড়ানো।

জোনাথানকে সিচেলেস থেকে  ১৮৮২ সালে আনা হয় সেন্ট হেলেনা দ্বীপে। পরবর্তীতে গভর্নর হওয়া স্যার উইলিয়াম গ্রে-উইলসন উপহার হিসেবে পান কচ্ছপটিকে।

স্যার উইলিয়াম গ্রে-উইলসনের পর আরো ৩১ জন গভর্নরকে আসতে যেতে দেখেছে জোনাথান।

এদিকে অফিসিয়ালি জোনাথানের বয়স ১৯০ ধরা হলেও অনেকের ধারণা ও বিশ্বাস তার বয়স ২০০ পার হয়ে গেছে। কারণ জোনাথানের জন্ম কখন হয়েছিল এ বিষয়টি নিয়ে নিশ্চিত করে কেউ বলতে পারে না। কত বছর বয়সে সে সেন্ট হেলেনা দ্বীপে এসেছিল তা সকলের কাছে অজানা।

সূত্র: সিএনএন

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *