বৃহস্পতিবার থেকে সিলেটে বুস্টার ডোজ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :: সিলেট নগরীতে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে করোনা প্রতিরোধক টিকার বুস্টার ডোজ।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে এ ডোজ প্রদান করা হবে। বিকেল ৩ টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।

এই কেন্দ্রে চলামান অন্যান্য টিকার কার্যক্রম অপরিবর্তিত থাকবে। সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- প্রথম দিনে ২০০ জন নাগরিককে বুস্টার ডোজের টিকা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা বুস্টার ডোজ গ্রহণের জন্য মোবাইলে বার্তা পাবেন তারা সুরক্ষা (www.surokkha.gov bd) থেকে পুনরায় টিকা কার্ড ডাউনলোড করে টিকাকেন্দ্রে যাবেন। নতুন ডাউনলোডকৃত টিকা কার্ডে বুস্টার ডোজের কলাম সংযোজন করা থাকব।

যাদের টিকা কার্ডে কেন্দ্র থাকবে সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ- বর্তমানে এই কেন্দ্রটির কার্যক্রম বন্ধ রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *