বিপিএলে ঢাকার দলের মালিকানা বদলে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক:: বিপিএলে মালিকানা হারালেন ঢাকার ফ্র্যাঞ্চাইজি রুপা ফেব্রিকস ও মার্ন স্টিল। এদিকে আজই দুপুর ১২টায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ারস ড্রাফ্ট।

এই মুহূর্তে মালিকানা হারানো ঢাকা ফ্রাঞ্চাইজির দায়িত্বে থাকবেন কারা!

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেরাই এখন ঢাকার দলটি সামলাতে পারে। সেখানে খেলতে পারেন ড্রাফটে এ ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল। ইতোমধ্যে দলটির সঙ্গে যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গত ২২ ডিসেম্বর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে রুপা ফেব্রিকস ও মার্ন স্টিলকে ঢাকার মালিকানাপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিন্তু শর্ত পূরণ না করায় মালিকানা বদলে ফেলছে বিসিবি। নির্ধারিত সময়ে পে-অর্ডার দিতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের কিছু শর্ত ছিল। সেসব পূরণ না করার কারণে আমরা তাদের সঙ্গে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছি।’

এবারের বিপিএলে অংশ নেবে ৬ দল— বরিশাল (ফরচুন শুজ), চট্টগ্রাম (ডেল্টা স্পোর্টস), কুমিল্লা (কুমিল্লা লেজেন্ডস), খুলনা (মাইন্ড ট্রি) ও সিলেট (প্রগতি গ্রিন অটো রাইস মিলস)।

বিপিএল প্লেয়ারস ড্রাফট আজ সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। দেখা যাবে বিসিবির ফেসবুক পেজেও।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *