মেঘনায় ট্রলারডুবি: জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ১

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: নোয়াখালী হাতিয়ার ইসলামচরের কাছে মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে দুটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ইউসুফ মাঝি (৫০) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছেন আবুল কালাম নামে আরও এক জেলে।

নিহত জেলে হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শগ্রামের মৃত মো. হোসেনের ছেলে ইউসুফ মাঝি। নিখোঁজ জেলে একই এলাকার মো. বাতেনের ছেলে আবুল কালাম।

জানা যায়, মাছধরা একটি ছোট ট্রলার নদীতে মাছ শিকারে যায় শনিবার রাতে। রোববার সকালে অন্য ট্রলারের লোকজনের মাধ্যমে সংবাদ পায় ট্রলারটি নদীতে ডুবে গেছে। পরে অন্য ট্রলারের সহযোগিতায় সাত মাঝিকে জীবিত উদ্ধার করলেও আবুল কালাম নামে একজনকে পাওয়া যায়নি। একই ঘাটের ইউসুফ মাঝির ট্রলারটিও একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে। অন্য ট্রলারের লোকজন ইউসুফ মাঝির ট্রলারের সাত মাঝিকে জীবিত উদ্ধার করে।

এ সময় ট্রলারের মালিক ইউসুফ মাঝিকে পাওয়া যায়নি। পরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলে ট্রলারের কেবিনের মধ্যে ইউসুফ মাঝির মৃতদেহ পাওয়া যায়।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। মৃত জেলের লাশ দাফন করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *