জেলা ও মহানগর পূজা পরিষদের বার্ষিক প্রতিনিধি সভা স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনের আহ্বান

১৪২৮ বাংলার শারদীয় দুর্গোৎসব পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে গেল বারের মতো পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে চৌহাট্টাস্থ ভোলাগিরি আশ্রমে সংগঠনের জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, সরকারের স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে অনুসরণ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সিলেট জেলা ও মহানগর এলাকায় শারদীয় দুর্গোৎসব এবারো অনুুষ্ঠিত হবে। প্রতিটি পূজামন্ডপে অতিরিক্ত ব্যয় সংকুচন করে কোভিডের কারণে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয় এবং পূজামন্ডপে শারীরিক দূরত্ব বজায় রেখে বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়।

সভায় বক্তারা সুনামঞ্জের শাল্লা, কুলাউড়া সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে শাল্লার ঝুমন দাসের মুক্তি দাবি করেন। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব আয়োজনে স্থানীয় প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থের সভাপতিত্বে ও সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় আয়োজিত বার্ষিক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি সুব্রত দেব।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় দেবনাথের শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে সূচিত বার্ষিক প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। শোক প্রস্তাব পাঠ করেন সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ দত্ত মুন্না।

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, সংগঠনের মহানগর শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, জেলা শাখার সিনিয়র সদস্য অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, মহানগর শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, তপন মিত্র, সুদীপ দেব, সহ সভাপতি, মলয় পুরকায়স্থ, নির্মল সিনহা, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চা শ্রমিক ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, অ্যাডভোকেট বিজয় কুমার দেব, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার কর, কোষাধ্যক্ষ নিরেশ দাস, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি চিত্র শিল্পী ভানু লাল দাস, বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অখিল বিশ্বাস, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় দেবনাথ, মহানগর শাখার শিক্ষা ও গবেষণা সম্পাদক জিডি রুমু, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সুনীল দে, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রকাশ বিশ্বাস, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মনমোহন দেবনাথ, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিজন দেবনাথ, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি নিরেন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক জ্ঞান লাল দাস, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রজত কান্তি দাস, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রজত দাস ভুলন, ওসমানীনগর উপজেলা শাখার সদস্য সচিব শংকর সেন, দাড়িয়াপাড়াস্থ রক্ষাকালীবাড়ি মন্দিরের পূজারী বীরেশ মল্লিক, জৈন্তাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নিপেন্দ্র কুমার দাস, সাধারণ সম্পাদক দুলাল দেব, বিয়ানীবাজার উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য সচিব সুলাল দেব, কৃষ্ণপদ সূত্রধর, সনাতন যুব ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক রকি দেব।

বার্ষিক প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাশ, সাংগঠনিক সম্পাদক নিখিল দেব, জেলা শাখার সদস্য ধনঞ্জয় দাস ধনু। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *