রোটারেক্ট ক্লাব অব সিলেট নিউ সিটির অভিষেক রোটারেক্টদেরকে সুশৃঙ্খল জীবন গঠনে আত্মনিয়োগ করতে হবে: ডা. হিমাংশু লাল রায়

সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেছেন, রোটারেক্টরা সুশৃঙ্খলিত জীবন পরিচালনার মাধ্যমে নিজের জীবন গঠন ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তাই রোটারেক্টদেরকে সুশৃঙ্খল জীবন গঠনে আত্মনিয়োগ করতে হবে।

রোটারেক্ট ক্লাব অব সিলেট নিউ সিটির অভিষেক অনুষ্ঠান ‘রেভুলেশন-২১’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

২১ আগস্ট শনিবার রাতে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে রোটারেক্টর উবায়েদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও রোটারেক্টর পিপি কিবরিয়ার সারোয়ার এর পরিচালনায় আয়োজিত রোটারেক্ট ক্লাব অব সিলেট নিউ সিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি জাকির আহমদ চৌধুরী, রোটারিয়ান পিপি প্রফেসর বদরুল আলম, রোটারিয়ান পিপি গোলাম আজাদ, রোটারিয়ান পিপি আব্দুস সামাদ নজরুল, রোটারীয়ান গোলাম মোস্তফা।

সবাইকে স্বাগত জানান নবাগত সাধারন সম্পাদক এমদাদুল হক উবেদ এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারেক্টর আহনাফ তাহমিদ, রোটারেক্টর পিপি আহমেদ জাহান, রোটারেক্টর পিপি তাওহীদুর রহমান রোটারেক্টর আইপিপি আবিদ ওবায়েদ হক, ভাইস প্রেসিডেন্ট মাহফুজুর রহমান ও নাজিম কামরান, যুগ্ম সাধারন সম্পাদক মহসিন হাসান, কোষাধ্যক্ষ রোটারেক্টর জাকির হোসেন, সহ কোষাধ্যক্ষ ইকবাল আহমেদ, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর সুজন কুমার নাথ, ক্লাব সার্ভিস ডাইরেক্টর ফাহাদ বিন আইউব, প্রফেশনাল সার্ভিস ডাইরেক্টর রিমন আহমেদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর সারওয়ার নাদিম, সার্জেন্ট এন্ড আমর্স মাহিদ বক্স, ও সদস্য আল মামুন প্রমুখ। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করে রোটারি ক্লাব অব নিউ সিটি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *