শ্রীমঙ্গলে লকডাউন জনসচেতনতায় ড.আব্দুস শহীদ এম.পি

আমিনুর রশীদ রুমান -শ্রীমঙ্গল প্রতিনিধি  :: শ্রীমঙ্গলে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি’র নেতৃত্বে মাঠে প্রশাসন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। ইতিমধ্যে ভাইরাসটি সময় সময়ে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পাচ্ছে।

দেশে এ ভাইরাসের আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ভাইরাসের আক্রমণ থেকে দেশের মানুষকে বাঁচাতে সরকার দেশব্যাপী কঠোর লকডাউনের ডাক দিয়েছে। করোনার পরিস্থিতি বেগতিক দেখে সরকার লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন উপজেলাবাসীর করোনা সংক্রমণ রোধে নানান কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মাঝে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ, ক্যাম্পেইন এবং যারা বিধি নিষেধ অমান্য করে ঘর থেকে বের হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানাও করছেন।

উপজেলা প্রশাসন কর্তৃক করোনার সংক্রমণ রোধে প্রচারণার মাধ্যম হিসেবে খোলা হয়েছে সুরক্ষা এলার্ট।

বুধবার (৭জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা ডাকা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় শ্রীমঙ্গল উপজেলায় করোনা সংক্রমণ রোধ, লকডাউন কার্যকর, সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ, জনসমাগম কমিয়ে দূরত্ব বজায় রেখে কুরবানির হাট বসানো সহ বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন আব্দুস শহীদ এমপি। সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সহকারী কমিশনার ভূমি মোঃ নেছার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আবু নাহিদ, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, ৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর রহমান মুজুল, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেনসহ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে সুরক্ষা অ্যালার্ট এর মাধ্যমে উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি নেতৃত্বে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় শহরের বিভিন্ন সড়কে পায়ে হেঁটে হ্যান্ড মাইক এর মাধ্যমে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান আব্দুস শহীদ এমপি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *