কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

একুশে পদকপ্রাপ্ত কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় তাঁরা বলেন, কবি হাবীবুল্লাহ সিরাজী ভদ্রতা, সভ্যতা ও রুচিশীলতায় একজন অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর লেখনির মাধ্যমে দেশের সাহিত্য-সংস্কৃতি অনেক সমৃদ্ধ হয়েছে। তিনি নিজের অনন্য কাব্য সৃষ্টিতে আনন্তকাল মানুষের মননে বেঁচে থাকবেন।

প্রসঙ্গত, গত সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভোগছিলেন একুশে পদকপ্রাপ্ত এই কবি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *