২০১৮ সালের মিথ্যা নিউজ পোস্ট করে যুবনেতার মানহানি!

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক::  রাজা মিয়া’ ৫ এপ্রিল সোমবার হাঠাৎ একটি নিউজ পোস্ট করে সবাই।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ২০১৮ সালের প্রকাশিত যুগান্তর পত্রিকার নিউজটি ব্যাপকভাবে ছড়িয়ে মানহানি ঘটায় কিছু পোস্টকারী।

জানা যায়,গত ২০১৮ সালে উপজেলা জানাইয়া গ্রামে পুলিশের হাতে ধরা পড়ে পতিতা সহ স্হানীয় কিছু কুচক্রী মহল।

ঘটনার সাথে সাথে যুগান্তর পত্রিকার স্হানীয় প্রতিনিধি সাথে যুবলীগ নেতা রুহেল খানের মন মালিন্য থাকায় তিনি রুহেল খানকে ফাঁসিয়ে এই নিউজটি যুগান্তর পত্রিকায় প্রকাশ করেন।

পরবর্তীতে রুহেল খান ও স্হানীয় সাংবাদিককের মধ্যে সমঝোতার পথ তৈরি হলে তারা উভয়ই তাদের ঘটে যাওয়া বিষয়টি নিশ্চিত করে সিলেটের স্হানীয় পত্রিকা সিলেটের ডাকে একটি সংবাদ পাঠান।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য স্হানীয় সাংবাদিক দুঃখ প্রকাশ করেন।

সেই পুরনো নিউজকে পোস্ট করে উপজেলার পূর্ব চান্দ্শির কাঁপন গ্রামের বিশিষ্ট মুরব্বি ওয়ারিছ খানের সেই পুত্র রুহেল খানের বিরুদ্ধে কুৎসা রটনা করে ফেইসবুকে পোস্ট দেওয়া হয়।
এ বিষয়ে রুহুেল খানের সাথে ফোনে কথা হলে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিশ্বনাথ থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন বলে ও জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *