হরতালে জৈন্তাবার্তা সম্পাদকের গাড়ি ভাঙচুর, সম্পাদক পরিষদের নিন্দা

সিলেটে হেফাজতে ইসলামের হরতাল চলাকালে সম্পাদক পরিষদ, সিলেটের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ফারুক আহমদের গাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সম্পাদক পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে তারা এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সুদূর অতীত থেকেই সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকে। কিন্তু রোববারের হরতালে পিকেটিং করার নামে নজিরবিহীন ঘটনা ঘটানো হয়েছে। সম্পাদক পরিচয় দেওয়ার পরও একদল দুর্বৃত্ত ফারুক আহমদের গাড়ি ভাঙচুর করে। যা নিন্দনীয়।

সম্পাদক পরিষদ সিলেটের নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। এছাড়া যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

বিবৃতিদাতার হলেন- সম্পাদক পরিষদ সিলেটের সভাপতি দৈনিক সবুজ সিলেট সম্পাদক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত ও কোষাধ্যক্ষ দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *