বঙ্গবন্ধু নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন : শফিক চৌধুরী

সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষে সিলেট সদর উপজেলা  আওয়ামী লীগের গৃহিত ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ৫ম দিনে আলোচনা সভা করেছে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ। সোমবার (২২ মার্চ) তেমুখিস্থ ‘মুজিব শতবর্ষে ও সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ’ শীর্ষক অস্থায়ী মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়নে সবচেয়ে সাহসী ভূমিকা পালন করেছেন। শুধু কথা ও লেখনী দ্বারা নয়, বাস্তব জীবনে নারীদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তিনি সৃষ্টি করে দিয়েছেন। স্বাধীন দেশের সকল নাগরিকের সম-অধিকারের কথাও তিনি বলেছেন। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রেখে চলেছেন। শেখ হাসিনা যেসকল পদক্ষেপ গ্রহণ করেছেন তা অন্য কোন সরকার প্রধান করেননি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখন নারীদের বিচরণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের মূল্যায়িত করেছেন। তিনি জন্ম নিবন্ধনে পিতার নামের পাশাপাশি মায়েদের নাম সংযুক্ত করেছেন। অসহায় নারীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালিন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। সর্বক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।


সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাছিনা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান শাহিদা তালুকদারের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ,  সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু, জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা আওয়ামী লীগ সদস্য এ.জেড রওশন জেবীন রুবা, অ্যাডভোকেট বদরুল ইসলাম, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিলকিস নূর, সহ-সাধারণ সম্পাদক মাধুরী গুণ, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, কাউন্সিলর নাজনীন আক্তার কণা, খাদিমপাড়ার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পারভীন আক্তার, কুলসুমা বেগম, সেলিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক সামিয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক শিবলি বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক মঙ্গলা রানী, প্রচার সম্পাদক সোনারা বেগম, দপ্তর সম্পাদক কাকলী পারভীন, শ্রম বিষয়ক সম্পাদক কমলা বেগম, মা ও শিশু বিষয়ক সম্পাদক নার্গিস বেগম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওশন আরা, ত্রাণ বিষয়ক সম্পাদক রমুজা বেগম, সদস্য হাবিবা বেগম, নাজমা বেগম, শিরিনা বেগম, রংমাল বেগম, পিয়ারা বেগম, সালমা বেগম, রেনু বেগম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মেম্বার, এম উস্তার আলী, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজম আলী, দপ্তর সম্পাদক আল আমিন ফরিদ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, আব্দুল মজিদ মেম্বার, আব্দুস সালাম চৌধুরী, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সেলিম আহমেদ। তেলায়াত করেন সদর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেওয়ারুন বেগম। গীতা পাঠ করেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রনতি রানী দত্ত।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *