শ্রীমঙ্গলে এস কে রায় শপিং কমপ্লেক্স এর শুভ উদ্বোধন

আমিনুর রশিদ চৌধুরী রুমন-শ্রীমঙ্গল প্রতিনিধি:: (৮ মার্চ) রোববার রাত ৮ ঘটিকায় সময় শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্ত এস কে রায় শপিং কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করা হয়।

শ্রীমঙ্গলের প্রবীন রাজনীতিবিদ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ এর দীর্ঘদিন সভাপতির দায়িত্বে থাকা প্রয়াত সত্যেন্দ্র কুমার রায় ( এস কে রায়) তিনি ছিলেন শ্রীমঙ্গল বাসীর পরিচিত ব্যক্তিত্ব।

উনার স্বপ্ন ছিল শ্রীমঙ্গলে একটি কমপ্লেক্সে তৈরি করার এবং আজ সেই স্বপ্ন পূরন হয়েছে তাঁর সুযোগ্য সন্তানরা তাদের বাবার এসকে রায় শপিং কমপ্লেক্স তৈরি করতে সক্ষম হয়েছেন।

এসকে রায় শপিং কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ আসনের মাটিও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আলহাজ্ব ড. মো. আব্দুস শহীদ এমপি।

এসময় ফিতা কেটে এস কে রায় শপিং কমপ্লেক্স উদ্বোধন করেন এবং সবার উপস্থিতিতে সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়, মনোমুগ্ধকর পরিবেশে সবাই গান শুনে উপভোগ করেন।

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সুলতান মো. ইদ্রিস লেদু, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল রেল স্টেশন সহকারী অফিসার সাকাওয়া আহমেদ, এস.কে রায় এর সুযোগ্য দুই ছেলে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন রায়, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় , শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সাধারন সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও যুবলীগ নেতা সাবের আহমেদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন,শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক সুশীল শীল, রামকৃষ্ণ সেবাশ্রম এর সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, সুভাষ রায়, এস কে রায়ের মেয়ের জামাতা দেবাশীষ সেন গৌতম,ব্যবসায়ী দেলোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক ছোটন চৌধুরী, সহ- সভাপতি উজ্জল বনিক, সাবেক সভাপতি সনজয় রায় রাজু, এস কে রায়ের বড় ছেলের সহধর্মীনি আলপনা সেন বেবী, দারিকা পাল মহিলা কলেজের প্রভাষক জলি পাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষিনী সিনহা, শিক্ষিকা মিরা ভট্টাচার্য, পরম যুব সংঘের সম্পাদক দিগ্বিজয় রায় আকাশ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *