৭ মার্চ উপলক্ষে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের আলোচনা সভা

সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাহফুজুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল। এই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানেই বাঙালি জাতি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ঐতিহাসিক ভাষণটির কারণেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে নিজের স্থান করে নিয়েছি। তিনি বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ লালন করে সবাইকে কাজ করার আহবান জানান।

তিনি সোমবার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট মাওলানা আব্দুর রকিব, জেলা সভাপতি এডভোকেট আব্দুল অদুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মো. আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ হাসান, ইকবাল হোসেন আফাজ, মুহিবুল ইসলাম ফটিক, ক্ষমা রাণী দে, আবুল কাশেম হেলাল, মাহমুদা নাজিম রুবি, মাওলানা মিজানুর রহমান, বদরুজ্জামান কাবুল, জান্নাতুল নাসরিন উর্মি, আছমা বেগম, জানু বেগম, শেখ মো. সুরুজ আলী, মো. আজাদুর রহমান, মুরাদ আহমদ, রায়হান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাষণ শুধু বাঙালির নয়, সারা বিশ্বের তথা মানব সভ্যতার অহংকার। এ ভাষণ কালোত্তীর্ণ বিশ্ব ক্লাসিক, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ করে নিয়েছে, ইন্টারন্যাশনাল মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করেছে। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পরেই সারাবিশ্বে প্রবাসীরা জেগে ওঠে। ঐতিহাসিক ঐ ভাষণের দিক নির্দেশনা পেয়েই পরোক্ষভাবে প্রবাসীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *