বীজ ধানের ন্যায্যমূল্যের দাবীতে বিএডিসি কার্যালয়ের সামনে চাষীদের বিক্ষোভ

বীজ ধানের ন্যায্য মূল্যের দাবীতে বাংলাদেশ কৃষি উন্নায়ন কর্পোরেশন কার্যালয় সিলেট বীজ ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএডিসি চুক্তিবদ্ধ চাষীবৃন্দ।

মঙ্গলবার দুপুরে নগরীর হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন কদমতলীস্থ বাংলাদেশ কৃষি উন্নায়ন কর্পোরেশন বিএডিসি কার্যালয় সিলেট বীজ ভবনের সামনে চলতি ২০২০-২১ আমন মৌসুমের বীজের মূল্য বৃদ্ধির দাবীতে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভে উপস্থিত মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর এলাকার বিএডিসি চুক্তিবদ্ধ চাষীরা বীজের বর্তমান মূল্য ৩৮ টাকা থেকে বৃদ্ধি করে সর্বনিম্ন ৫০ টাকা কেজি দরে বিক্রয় মূল্য নির্ধারণের দাবী জানান।

এসময় কৃষকদের দাবীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন রকিব চৌধুরী, আলমগীর হোসেন, ফজলু মিয়া, বাবর জায়গীরদার, নাজিম উদ্দিন, আজমল হোসেন, মো. শাহজাহান, জামাল মিয়া, আব্দুল মুকিত, ইব্রাহিম আলী, জসিম উদ্দিন, আব্দুর রহমান, মবশ্বির আলী, ইজ্জত আলী প্রমুখ।

মানববন্ধনে মৌলভীবাজার বিএডিসি ইউনিট ও বিভিন্ন উপজেলার চুক্তিবদ্ধ শতাধিক চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *