লাক্কাতুরায় মালনিছড়া চা-বাগানের টিলায় প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়ার স্মৃতি বিজরিত টিলা লাক্কাতুরায় মালনিছড়া চা-বাগানের ভেতর অবস্থিত টিলা সংরক্ষণের লক্ষ্যে প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে এ উপলক্ষ্যে মালনীছড়া চা-বগানে এক মতবিনিময় ও মিলাদ অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরীফের মোতাওয়ালি­ সরেকওম ফতেহ উল­াহ আল আমান।

হজরত শহাজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন- ড. সৈয়দ রাগীব আলী।

প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন ও আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহ সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহ সাধরণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, মটুক হাজি, এসএম হারুন চিশতি, ইঞ্জিনিয়ার এম ফাহিম আহমেদ ফারাবী, মোহাম্মদ আমীরুল ইসলাম কবির, হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম মো. নিজাম উদ্দিন, সৌরভ সোহেল, মো. লিটন আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, আইনুল আলম চৌধুরী আরিফ, এসএম জালালাবাদী প্রমুখ।


মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নিজাম উদ্দিন চৌধুরী।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *