সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক সারধণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহীদ সোলেমান হলের সাহিত্য আসর হলে সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল হাসিব ভূঁইয়ার পরিচালনায় ও কাজী মাওলানা শেখ আব্দুল মজিদের সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


এতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কাজী মাওলানা সিরাজুল ইসলাম, হামদে বারীতায়ালা পাঠ করেন কাজী মাওলানা আনোয়ার হাসেন এবং হামদে নাতে রাসূল সা: পাঠ করেন কাজী মাওলানা আব্দুল হাসিব।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়বস্তু নিয়ে আলোচনা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সমিতির বিদায়ী সভাপতি কাজী মাওলানা শেখ আব্দুল মজিদ।

নতুন কমিটির সদস্যরা হলেন- সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা বদরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি কাজী মাওলানা শেখ মো: আব্দুল মজিদ, সহ সভাপতি কাজী মাওলানা নূরুল ইসলাম চৌধুরী, কাজী মাওলানা মো: আব্দুছ ছবুর, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো: আব্দুল হাসিব ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো: আব্দুশ শাকুর, কাজী হাফিজ মাওলানা মো: আব্দুল হাছিব, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা সৈয়দ মোজাম্মিল উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল ফাত্তাহ, কাজী মাওলানা মো: মারুফ আহমদ, অর্থ সম্পাদক কাজী হাফিজ মাওলানা শরীফ উদ্দীন, দপ্তর সম্পাদক কাজী হাফিজ মাওলানা মোহাম্মদ আমীনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক কাজী মাওলানা জাকারিয়া খান, সহ আইন বিষয়ক সম্পাদক সহ:অধ্যাপক কাজী মাওলানা রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাক কাজী মাওলানা সিরাজুল হক, সহ  প্রচার সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, ধর্মবিষয়ক সম্পাদক কাজী হাফিজ মাওলানা মুহাম্মদ ফকর উদ্দিন, সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক কাজী মাওলানা মো: জামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ শাহিদুর রহমান, নীরিক্ষক কাজী মাওলানা মো: আব্দুর রাজ্জাক, সহ নীরিক্ষক কাজী মাওলানা মো: আব্দুল্লাহ, সহ নীরিক্ষক কাজী মাওলানা খলিলুর রহমান।

সদস্যবৃন্দ হলেন- কাজী মাওলানা মো: আখলাকুল আম্বিয়া, কাজী মাওলানা মো: জাকির হোসেন, কাজী মাওলানা আবু সায়ীদ মো: আব্দুল্লাহ, কাজী মাওলানা মো: আমির উদ্দিন, কাজী মাওলানা মো: আসাদুজ্জামান, কাজী মাওলানা মো: কয়েছ উদ্দিন খান, কাজী মাওলানা মো: সলিমুল ফারুক, কাজী হাফিজ মাওলানা আলতাফুর রহমান।

নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রস্তাবনায় নতুন কমিটির সদস্যবৃন্দকে বিদায়ী সভাপতির সম্পতিত্বে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
সভায় যৌতুক, নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে প্রত্যেক নিকাহ রেজিস্ট্রাগণকে নিজ নিজ এলাকায় বলিষ্ট ভূমিকা রাখার জন্য নতুন কমিটির নেতৃবৃন্দ গুরুত্বারূপ করেন। দেশের বর্তমান করোনা পরিস্থিতি, রাষ্ট্রের সার্বিক কল্যাণ কামনা ও কাজী সমিতির সাবেক সভাপতি মরহুম আবুল আলা নজমুদ্দিন আহমদসহ অন্যান্য নিকাহ রেজিস্ট্রারগণ যাঁরা ইন্তেকাল করেছেন তাঁদের রূহের মাগফেরাত কামনা করে নতুন কমিটির সভাপতি কাজী অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *