সোনামসজিদ স্থলবন্দর দিয়েও আসছে না ভারতের পেঁয়াজ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। সোমবার নতুন করে কোনো আমদানি অর্ডার নেয়নি দেশটি।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মেসবাহ জানান, রোববার আমদানি অর্ডারের বিপরীতে ৪৪টি পেঁয়াজের ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলেও সোমবার নতুন করে কোনো আমদানি অর্ডার গ্রহণ করেনি ভারত।

ভারতে কয়েকটি স্থানে বন্যা, পেঁয়াজ উৎপাদন হওয়া অঞ্চল তলিয়ে যাওয়া এবং অতিবৃষ্টির কারণে দেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভারত সরকার হঠাৎ করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় রফতানিকারকদের উদ্ধৃতি দিয়ে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু জানান।

তিনি আরও জানান, সহকারী কমিশনার কাস্টমস স্বাক্ষরিত এক আদেশে ভারতের পক্ষ থেকে সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।

গত মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাটে ২৪ ঘণ্টার ব্যবধানে বাজারে ৪০ টাকা কেজি পেঁয়াজ ৬০ টাকা হিসাবে বিক্রি হচ্ছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *