‘কানাইঘাটে মিয়াগুল দুরন্ত সমাজ কল্যাণ সংস্থার বৃত্তি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান’

কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের শিক্ষা ও সামাজিক সংগঠন মিয়াগুল দুরন্ত সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক ৫ম মসজিদ ভিত্তিক বৃত্তি পরীক্ষা ও মরহুম কুতুব আলী স্মৃতি মেধা ভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার( ১২ সেপ্টেম্বর) স্থানীয় মিয়াগুল জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি সোলেমান আমদের সভাপতিত্বে ও সেক্রেটারী ছালিম আছলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৫ নং বড় চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন চতুলী।

প্রধান আলোচক ছিলেন সিলেট জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মাওলানা মাসুক অাহমদ।বিশেষ অতিথি ছিলেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক জালাল উদ্দিন, ইক্বরা বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক ফারুক আহমদ, এফ আর এইচ আদর্শ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা ফারুক আহমদ, ছাত্রনেতা ইব্রাহীম আলী।

সভায় বক্তারা বলেন, শিশুরা জাতির ভবিষ্যত কান্ডারী। তাদেরকে যথাযথ পরিচর্যার মাধ্যমে মানববসম্পদে গড়ে তুলতে হবে। তাদেরকে যদি ছোটবেলা থেকেই নীতি -নৈতিকথা, দেশপ্রেম, মেধাবী কর্মট হিসেবে গড়ে তোলা যায় তবে আগামীর বাংলাদেশ হবে আলোকিত সমৃদ্ধ। তাই, ভবিষ্যত বাংলাদেশের সুযোগ্য নাগরিক তৈরির দায়িত্ব নিতে হবে এখনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *