শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসকের খাসিয়া পুঞ্জি ভ্রমণ ও প্রধানমন্ত্রীর উপহার

আমিনুর রশিদ রুমন-শ্রীমঙ্গর প্রতিনিধি:: ১১ সেপ্টেম্বর শুক্রবার, মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান এবং উনার সহধর্মিণী সহ লাংলিয়া ছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন।

এসময় সাথে তার ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম ও উনার সহধর্মিণী,
সহকারী কমিশনার ভূমি নেছার উদ্দিন,
উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ বিজিবির একটি প্রতিনিধি দল।

এক ভিন্ন আয়োজনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান খাসিয়া সম্প্রদায় ।

জেলা প্রশাসক ৫০০ টি মাস্ক পুঞ্জি প্রধানের কাছে তুলে দেন ।

খাসিয়া মাতৃভাষা শিশু শিক্ষা স্কুলগুলোতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণির বই বিতরণ করা হয়।
ইতিপূর্বে মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন , শ্রীমঙ্গল উপজেলায় সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের মাতৃভাষার বই করা হয়েছে।

৪০,০০০ হাজার টাকার অনুদান খাসিয়া জনগোষ্ঠীর আট জন প্রতিবন্ধীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ৫০০০ হাজার টাকা করে আট জনের ৪০,০০০ হাজার টাকার অনুদান তুলে দেন।

খাসিয়া পুঞ্জির সম্প্রদায়ের ১২০টি পরিবারের মাঝে
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।

৪ লক্ষ টাকার চেক  (১) লংলিয়া (২) আসলাম নাহার
(৩) কাইলিন নাহার এবং (৪) ৬নং হোসনাবাদ খাসিয়া  পুঞ্জির স্কুলের আসবাবপত্র ও নির্মাণ সহ ৪ লক্ষ টাকার চেক তুলে দেন ৪টি পুঞ্জির প্রধানের কাছে ।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে
২০২০-২০২১ অর্থ বছরে নির্মাণ করা হবে  ৭টি পুঞ্জির সিঁড়ি ও ২ পুঞ্জি ব্রিজ এবং সোনাছড়া চা বাগানের গারো টিলার ভিতরে ১টি ব্রিজ।

এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার
হলো প্রশাসন মানুষকে সেবা দিবে।

সেই নির্দেশনার অংশ হিসেবে জেলা প্রশাসক আজ আপনাদের ঘরে এসেছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ও আপনাদের বাংলাদেশের সবার কথা ভাবেন, উনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, আমাদের নৃ-গোষ্ঠীর জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পালন করা হয়। প্রতিবছর জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা কর্মকর্তা মাঠ পর্যায়ে সে গুলো বাস্তবায়ন করেন।

পরে খাসিয়া জনগোষ্ঠী তাদের বিভিন্ন নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *