সিলেটে বুধবার থেকে বিদেশগামীদের করোনাভাইরাস টেস্ট বাধ্যতামূলক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার। সারা দেশের ১৬টি সেন্টারে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ইতিমধ্যে। সিলেট বিভাগের বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সে লক্ষ্যে সিলেটের সিভিল সার্জন অফিসকে নমুনা সংগ্রহ ও সমন্বয় করার দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য বিদেশ যাত্রীকে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের একদিন পর সংগ্রহ করা হবে নমুনা।

বুধবার বিকেলে আগামী ১৬ দিনের করোনা পরীক্ষার জন্য একটি সিডিউলও প্রকাশ করেছে সিলেট সিভিল সার্জন অফিস। ২৬ জুলাই থেকে যারা বিদেশ যাবেন তারা নিম্নোক্ত তারিখে এসে আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে নমুনা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত সকল তথ্য নিচের ওয়েবসাটে পাওয়া যাবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *