ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ালো বিএনএ ওসমানী হাসপাতাল শাখা

পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং ইন্সটিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের ১ম বর্ষের ছাত্র ব্লাড ক্যান্সারে আক্রান্ত মো. কাওসারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে কাওসারের হাতে তুলে দেয়া হয়েছে এক লক্ষ টাকার চেক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালের নার্সিং কর্মকর্তা সুজন আহমদের নেতৃত্বে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতাল শাখার সহ সভাপতি মো. ইউনুস, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, আবদুল মান্নান, তুহিন সরকার, আবদুল লতিফ, ইমরান হোসেন ও নুরুল ইসলাম।

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মো. কাওসারকে সহায়তা প্রসঙ্গে, বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, ওসমানীর নার্সরা সবসময়ই মানবিক। দেশের কোথাও কোন নার্স বা নার্সিংয়ের শিক্ষার্থীর বিপদের কথা জানতে পেলে তাকে সহায়তার চেষ্টা করেন। ভবিষ্যতেও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের এরকম মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নার্সিংয়ের শিক্ষার্থী মো. কাওসারের চিকিৎসা সহায়তার আহ্বান দেখে বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহকর্মীদের নিয়ে সভা করেন। সভায় হাসপাতালের নার্সরা কাওসারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এর অংশ হিসেবে রবিবার কাওসারের হাতে এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

মানবিক এই কাজে বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে সার্বিক সহযোগিতা করেন একই শাখার সহ সভাপতি খাদিজা আক্তার, সহ সভাপতি জাহানারা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সহ সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক নিলুফা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু দাস, সহ সাংগঠনিক সম্পাদক কিবরিয়া আহমদ, দপ্তর সম্পাদক ইমরান আহমদ তাপাদার, সহ দপ্তর সম্পাদক শাহানা আক্তার, শিক্ষাবিয়ষক সম্পাদক তারিক হাসান, সাংস্কৃতিক সম্পাদক সমীর চন্দ দাস, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক একরামুল হক, সহ সাংস্কৃতিক সম্পাদক আওলাদ হোসেন মাসুম, সহপ্রচার সম্পাদক নাজির আলম, ধর্মবিষয়ক সম্পাদক জাহিদ আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক সবিতা দে, সদস্য সাব্বির আহমদ তাপাদার, লোকমান হোসেন খান, সবুজ চন্দ দাস, সাজ্জাদ, আমির হোসেন, ইমরান আহমদ জাফর, শান্ত চৌধুরী, শাওন দেবনাথ, নাসিমা বেগম, রাফিন আহমদ, সৌভর দাস তুষার, মাহবুবুর রহমান, রনি আর্চাজ্জী।

এদিকে, আর্থিক সহায়তা পেয়ে বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন মো. কাওসারের বড় বোন নার্সিং কর্মকর্তঅ আয়শা আক্তার। ওসমানী হাসপাতালের মতো অন্যান্য হাসপাতালের নার্সরা এগিয়ে আসলে তার ভাইয়ের সুচিকিৎসা নিশ্চিত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও এক নার্সের মায়ের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *