মোহাম্মদ নাসিমের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি: নাদেল

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও শহীদ জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান বর্ষীয়ান জননেতা মোহাম্মদ নাসিম (এমপি) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

শনিবার (১৩ জুন) এক শোক বার্তায় নাদেল বলেন, জাতীয় দূর্যোগকালে তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে পরবর্তী কঠিন দু:সময়ে আওয়ামী লীগ পুনর্গঠনে তাঁর অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। ১৯৮১ সালে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের আন্দোলন-সংগ্রামে ও সংকট উত্তরণে অন্যতম সহযোগী ছিলেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনেতিক শক্তির অকুতোভয় সংগঠক হিসেবে জেল-জুলুম-নির্যাতনের শিকারও হন তিনি। করোনাকালেও দূর্যোগ মোকাবেলায় ত্রাণকর্তার যথাযত ভূমিকা পালন করেন প্রয়াত সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নাদেল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *