সিলেটে ‌‘অগ্রসার ফান্ড-জাপান’র করোনাকলীন মানবতার উপহার বিতরণ

অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সাহায্যকারী প্রতিষ্ঠান ‘অগ্রসার ফাণ্ড-জাপান ও অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ’র যৌথ পরিচালনায় এবং ‘সুগতানন্দ মেমোরিয়াল ফাউন্ডেশন’র সার্বিক তত্বাবধানে সিলেটে নগদ অর্থ বিতরণ করেন।

শুক্রবার সকাল ১১টায় সিলেট বৌদ্ধ বিহার প্রাঙ্গণে, বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঠাকুরবাড়ির প্রয়াত যামিনী রঞ্জন বড়ুয়া ও প্রয়াত রত্নগর্ভা নিহারিকা বড়ুয়ার সেজপুত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন পরিচালক প্রফেসর ড. সুমন বড়ুয়া (বাবু) ও তৎসহধর্মিনী অধ্যাপক স্মৃতি বড়ুয়ার উদ্যোগে ২০ পরিবারকে ‘করোনাকালীন মানবিক উপহার’ প্রদান করা হয় ।

মানবকি উপহার বিতরণে উপস্থিত থেকে করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি, সরকারি নির্দেশনা ও সচেতনতা মুলক বক্তব্য রাখেন- সিলেট বৌদ্ধ বিহার’র ভিক্ষু শ্রীমৎ আনন্দ ভিক্ষু, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া।

আরো উপস্থিত ছিলেন- সিলেট বৌদ্ধ সমিতির সহ সভাপতি প্রকৌশলী সাজু বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক লিটন বড়য়া, সাংগঠনক সম্পাদক দিলু বড়ুয়া, যুব ও ক্রীড়া সম্পাদক সুজন বড়ুয়া প্রমুখ

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *