অসহায় মানুষের মাঝে সবজি বিতরণ করলো ‌‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’

বিশ্বে মহামারি আকারধারণ করেছে নভেল করোনা ভাইরাস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই ভাইরাস দেখা দিয়েছে।

ফলে পুরো দেশকে লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। এতে করে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষের উপর।

দেশের এমন ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের কথা চিন্তা করে করোনা ভাইরাস মোকাবেলায় সিলেটের বিশ্বনাথ উপজেলার নিম্ন আয়ের মানুষের মধ্যে পুষ্টিকর সবজি বিতরণ করেছে সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফেডিল এসোসিয়েশন।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলা সদরে ‘বিশ্বনাথ ডেফোডিল এসিসোয়েশন’র সদস্যরা নিজ উদ্যোগে এ সবজি বিতরণ করেন। এসময় নিম্ন আয়ের ২শত ১০জন মানুষের হাতে বিনামূল্যে সবজি তুলে দেন তারা।

বিশ্বনাথ ডেফোডিল এসিসোয়েশন’র সভাপতি এমদাদ হোসেন নাঈম ও সম্পাদক পাভেল আহমদের ব্যবস্থাপনায় বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, আওয়ামী লীগ নেতা লিলু মিয়া, সিরাজ মিয়া, আলতাব হোসেন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ,বিশ্বনাথ প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু ও সাইফুল ইসলাম বেগ।

সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ ডেফোডিল এসিসোয়েশন’র সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পি, তন্ময় দেবরায়, বর্তমান কমিটির সহ-সভাপতি সাহেদ আহমদ প্রিন্স, বকুল আহমদ, ইলিয়াছ আলী, সাবেল আহমদ খান, বিজয় দেব, রাসেল মিয়া, সৌমিত্র ধর, শেখ রেদওয়ানুল ইসলাম হৃদয়, মিজানুর রশীদ, মশাহিদ আলী,বিদ্যুৎ দাস মিশু, আশরাফুল আলম নবেল প্রমূখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *