ড্যাব স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ চায়

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানকারী চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য নির্ধারিত এন-৯৫ মাস্কের পরিবর্তে সাধারণ মাস্ক সরবরাহ করায় স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

একই কারণে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরও অপসারণ দাবি করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের এই সংগঠনটি।

অন্যথায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে জনতার আদালতেই তাদের বিচার করবে বলে হুঁশিয়ারি করেছেন। রোববার ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *