করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা ৫জন ‘কোয়ারেন্টিনে’

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেটে এ পর্যন্ত একমাত্র করোনা আক্রান্ত ব্যক্তি সেই চিকিৎসকের সংস্পর্শে থাকা ৫ সেবক-সেবিকাকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে। এই ৫ জন গত ৫ দিন ধরে ‘কোয়ারেন্টিন’ নীতিমালা পালন করছেন বলে জানা গেছে।

তবে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, সিলেটে করোনা আক্রান্ত সেই চিকিৎসকের সংস্পর্শে থাকা ২ জন নার্স ও ৩জন ব্রাদারকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে। তারা আক্রান্ত নন, তবু নিরাপত্তার স্বার্থে ‘কোয়ারেন্টিন’ নীতিমালা পালন করতে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা পাঁচজন গত ৫ দিন ধরে তা পালনও করছেন।

সুশান্ত কুমার আরও বলেন, যদি তাদের কারো মাঝে করোনার লক্ষণ ধরা পড়ে তবে তৎক্ষণাৎ তাকে শাসুদ্দিন হাসাপাতালে নিয়ে আসা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *