ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: দেশের সর্ববৃহৎ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এসেছেন বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সেখানে জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি সানের কনফারেন্স হলে চীনা রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় সভায় উপস্থিত আছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।

বাংলাদেশের সাথে চীনের নানামুখী সম্পর্কের উন্নয়নে এ মতবিনিময় সভায় বসেছেন তাঁরা।

প্রথমেই এনামুল হক চৌধুরী চীনা রাষ্ট্রদূতকে এখানে আসার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, লি জিমিংকে ধন্যবাদ আমাদের ইস্ট-ওয়েস্ট মিডিয়ায় আগমনের জন্য। এটা আমাদের জন্য সম্মানজনক। বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। বসুন্ধরা এককভাবে চীনের সঙ্গে প্রায় ২০টি প্রজেক্ট নিয়ে কাজ করছে। আমরা আরো কাজ করতে চাই। আমরা চাই, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরো গভীর হবে। বসুন্ধরার সাথেও চীনের সম্পর্ক আরো এগিয়ে যাবে। বক্তব্যের শেষে বিগত ২৫ বছর ধরে এদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার জন্য তিনি চীন সরকারকে ধন্যবাদ জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *