তুরাগ তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিটিএ। অভিযানের দ্বিতীয় দিন আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ অভিযান শুরু হয়।

অভিযানে গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত টঙ্গী বাজারের অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বিআইডাব্লিটিএর উপ-পরিচালক আরিফ উদ্দিন বলেন, যেসব স্থাপনার উচ্ছেদ করা হচ্ছে সেগুলো আগেও উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু উচ্ছেদের পর সেগুলো পুনরায় দখলে নিয়ে যায় একশ্রেণির দখলদাররা। তিনি বলেন, টঙ্গী বাজার এলাকা থেকে শিল্পনগরীর দিকে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সবগুলোই উচ্ছেদ করা হবে।

বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলবে বলে জানান সংস্থাটির এ কর্মকর্তা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *