মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট টেনিস ক্লাবের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, মেধা ও মনন বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। খেলাধুলার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের ক্রীড়ানুরাগী ব্যক্তিরা এগিয়ে এলে খেলাধুলার মান আরো উন্নত হবে। ক্রীড়ানুরাগী মাহি উদ্দিন আহমদ সেলিম এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করায় তাকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।

জেলা প্রশাসক রবিবার রাতে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন টেনিস কমপ্লেক্সে সিলেট টেনিস ক্লাবের উদ্যোগে ১০ম মাহা মহান বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ফাতেমা রশিদ সাবা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, সহ সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন, সহ সভাপতি সামুন মাহমুদ খান, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, মাহা ফ্যাশনের সত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক হাম্মাদ রব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসির উল্লাহ খান, আমেরিকা বাংলাদেশ চেম্বার ইউএসএ’র সভাপতি আব্দুস শহিদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক, সদস্য- জালালাবাদ গ্যাস সিলেটের ডিজিএম রমেন্দ্র কুমার সিংহ, রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মহিউদ্দিন আহমদ, শাহ শহীদুল ইসলাম, প্রফেসর নিরঞ্জন পাল, ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা, আব্দুর রফিক, মোবাশি^র আলী, ইমরান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও ক্লাবের সভাপতি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ক্লাবের উন্নয়নে এক লক্ষ টাকার চেক ও ক্রীড় সামগ্রী প্রদান করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *