দুঃশাসনের জবাব দিতে হবে ব্যালটে : তাবিথ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: দুর্নীতি, দুঃশাসনের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘পরিবর্তনের সময় এসেছে। ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে, খালেদা জিয়া মুক্তি পাবে।’

আজ রোববার সকাল পৌনে ১১টায় রাজধানীয় কড়াইল বস্তি মোশাররফ বাজার গেট থেকে ১৭তম দিনের গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, ‘সময় এসেছে রুখে দাঁড়ানোর জন্য। অনেক ভয়ভীতি আসবে। ভয়কে জয় করতে ঐক্যবদ্ধ হয়ে ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। নিজেদের উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন।’

এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপির এই মেয়রপ্রার্থী বলেন, ‘মানুষ বলেছেন তারা ধানের শীষে ভোট দিতে চান, কিন্তু সেই ভোট ঠিকমতো গণনা হবে কি না। কারা গণনা করবেন? ইভিএমের মাধ্যমে তাদের ভোট চুরি হয়ে যাবে কিনা। এই সব প্রশ্নের মধ্যেই ঢাকাবাসীকে বলছি, তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার চেষ্টা করেন।’

প্রতিশ্রুতির বিষয়ে তাবিথ বলেন, ‘আমরা ভারসাম্য আনতে চাই। নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বিশেষ করে নারী, শিশুদের জন্য। শিশুদের জন্য চিকিৎসা, শিক্ষা ও খেলার মাঠ নিশ্চিত করতে চাই।’

এ সময় কড়াইল বস্তিবাসীদের উদ্দেশে এই মেয়রপ্রার্থী বলেন, ‘পুনর্বাসন ছাড়া বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না। গুলশান-বনানীতে সবচেয়ে ধনীরা বসবাস করে। তার পাশে কড়াইল বস্তিতে হতদরিদ্র্যদের বসবাস। ধনী-দরিদ্র্যের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘমেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।’

গণসংযোগে অংশ নেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সাবেক এমপি শাম্মি আক্তার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন ঢাকা উত্তর সিটি নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক হোসেন ভুইয়া (ঠেলাগাড়ি মার্কা), ২০ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান বাচ্চু ( ব্যাডমিন্টন র্যাকেট মার্কা), ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী পেয়ারা মোস্তফাসহ (গ্লাস মার্কা) বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *