চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডিজে ব্রাভো

ক্রীড়া ডেস্ক:: প্রায় চার বছর পর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন জন ব্রাভো। মূলত অষ্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ফিরছেন তিনি।

জানা গেছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। তারপর ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তিনি। গত বছরের ডিসেম্বরে অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন ব্রাভো।

সেই ঘোষণার পর চ্যাম্পিয়নখ্যাত ক্রিকেটারকে দলে ফেরাতে একদমই সময় নিলো না ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তারা আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ব্রাভোকে রেখেছে।

উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি (বুধবার) সেন্ট জর্জেসে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন ডিজে ব্রাভো। পরে ১৯ ও ২০ তারিখ হবে বাকি দুই ম্যাচ।

আইরিশদের বিপক্ষে ক্যারিবীয়দের টি-টোয়েন্টি স্কোয়াডঃ–
কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকলাস পুরান, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, লেন্ডল সিমনস এবং হেইডেন ওয়ালশ, কেশরিক উইলিয়ামস।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *