দিরাইয়ে হঠাৎ একাধিক বিকট শব্দে ভয় আতংকিত আতংক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সুনামগঞ্জের দিরাইয়ে হঠাৎ একাধিক বিকট শব্দে ভয় আতংকিত হয়েপড়ে দোকানী, পথচারী,বাড়ি ঘরে অবস্থানরত বসবাসকারীসহ সর্বস্থরের জনসাধারন। বাজারের দোকানী ও পথচারীরা এদিক ওদিক দৌড় দিতে দেখা যায়। পরুক্ষনে আকাশে আলোকছটায় সবাই বুঝতে পারে ভয়ের কিছুই নেই। আতশবাজি চলছে। পরে সবাই শীতে রাতে আকাশে আতশবাজি উপভোগ করে।

নগরীর মজলিশপুর গ্রামের কডু দেবনাথ জানান, শনিবার রাত ৮ ঘটিকায় একাধিক বিকট শব্দে আমরা হঠাৎ আতংকিত হয়ে পড়ি।বাহিরে শোনতে পাই আগুন, আগুন চিৎকার অনেকেই বলাবলি করছিল কারেন্টে আগুন লেগেছে পরে বাহিরে দৌড়া, দৌড়ি করে সরকারি পুকুরপাড়ে গিয়ে সবাই দেখতে পাই আলোকছটা আকাশ আলোকিত হয়ে উঠছে, পরে সবাই বুঝতে পারি আতশ বাজি হচ্ছে।

পথচারী রফিকুল বলেন,হঠাৎ শব্দে ভয় পাবারই কথা। মনে হয়েছিল কোথাও গুলাগুলি শুরু হয়েছে কিনা। পরে বুঝলাম তেমন কিছুই না।

জানা যায়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশে প্রত্যার্বতন দিবসে ও মুজিব বর্ষ উপলক্ষে এই আতশবাজির আয়োজন করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *