সিলেট নগরীর বাদামবাগিচায় টিসিবির পেঁয়াজসহ ব্যবসায়ী আটক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক
সিলেটে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির পেঁয়াজসহ এক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার সকালে নগরীর বাদামবাগিচা এলাকা থেকে শ্যামল নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়। টিসিবির পেঁয়াজ বিক্রির সময় তাকে স্থানীয় লোকজন আটক করেন। এসময় টিসিবির ডিলার পালিয়ে যান।

আটক শ্যামল বর্মন (৪০) বাদামবাগিচা এলাকায় ব্যবসা করেন। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জের দৌলতপুরের মৃত ননী গোপাল বর্মনের ছেলে।

বাদামবাগিচার বাসিন্দা খন্দকার ফায়েকুজ্জামান জানান, বাদাম বাগিচা এলাকার টিসিবির ডিলার জনৈক তাজ উদ্দিন রনি কালোবাজারে পেঁয়াজ বিক্রি করার অভিযোগ রয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে তার গোদাম থেকে দুই বস্তা পেঁয়াজ বিক্রি করেন শ্যামল বর্মনের কাছে। এসময় এলাকার যুবক নূর আমিন ও রুহুল ঘটনাটি দেখতে পেয়ে তারা পেঁয়াজ আটক করেন। পরে এলাকার লোকজন এসে ডিলার তাজ ও ব্যবসায়ী শ্যামলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে শ্যামলকে আম্বরখানা ফাঁড়িতে নিয়ে যায়। আর পুলিশ আসার আগেই কৌশলে ডিলার তাজ পালিয়ে যান।

আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই ইয়াসিন জানান, ব্যবসায়ী শ্যামলকে দুইবস্তা পিঁয়াজসহ আটক করে পুলিশে দিয়েছে জনতা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *