কাশ্মীর সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি: নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর থেকে রোববার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কুপওয়ারার তনঘর অঞ্চলে ওই ঘটনা ঘটেছে। এ ছাড়া দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এনডিটিভি।

এ ঘটনার পর পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরে কামান দিয়ে গোলাবারুদ নিক্ষেপ করেছে ভারত।

ভারতের দাবি, তারা পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের আস্তানায় হামলা শুরু করেছে।

সীমান্ত লঙ্ঘন করে পাক সেনাবাহিনীর ছোড়া গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্যের প্রাণহানির প্রতিশোধ নিতে রোববার সকালের দিকে এ হামলা শুরু করেছে ভারত।

ভারতীয় সেনাবাহিনীর এ হামলায় পাকিস্তানের ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

গত ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।

কাশ্মীর ইস্যুতে দুই দেশের মাঝে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলে গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সতর্ক করে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

৩৭০ ধারা বিলোপের পর দুই দেশের সীমান্তে গোলাগুলিতে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *