ভূয়া সাংবাদিক মোঃ আলী রেজা বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক

সাইবার ক্রাইম মামলায় রিয়েল সিলেট নামের ফেইজবুক পেইজ ও বাংলাদেশ টিম / বাংলা স্টার লাইভ ডট কম ওয়েবসাইট সহ সাবুন্তি অনন্যা ফেসবুক পেজের মূল এডমিন পরিচালক মোঃ আলী রেজা বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা।

মামলা দায়ের করেন এ কে মিউজিক বাংলা অডিও ও ভিডিও কম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুল হক তুরন ১৫ অক্টোবর ঢাকা, রমনা থানায় মামলাটি দায়ের করেন ,মামলা নং ৮৮৩ মামলা সাইবার ক্রাইম মেট্রো পুলিশ হের্ডকোয়াটারে জমা হয়ে গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধানে রয়েছে ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায় আশরাফুল হক তুরন  বাংলাদেশের নাম করা একজন গীতিকার আমেরিকান সিটিজেন গত ৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে আশরাফুল হক তরুণ এর মানহানি করার উদ্দেশ্যে উনার ছবি ব্যবহার করে একটি সম্পূর্ণ মিথ্যা ও অরুচিকর নিউজ প্রকাশ করে রিয়েল সিলেটের মূল এডমিন মোহাম্মদ আলী রেজা নিউজ টি বাংলা স্টার লাইভ ডট কম বাংলাদেশ টিম ও শ্রাবন্তী অনন্যা ফেসবুক পেজ সহ বিভিন্ন ফেসবুক ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারাদেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

আশরাফুল হক তরুণ জানান সিলেট প্রেসক্লাবের সাথে যোগাযোগ করে জানাতে পারে  ভুয়া সাংবাদিক আলী রেজা সিলেট প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব কোনটারই সদস্য নয় । এর আগেও আলী রেজা ও আলী রেজার অনলাইন ওয়েবসাইট রিয়েল সিলেট / বাংলাদেশি স্টার লাইভ ডটকম./ বাংলাদেশ টিম ও ফেসবুক পেজ শ্রাবন্তী অনন্যা ও রিয়েল সিলেট  ওনার মানহানি করার জন্য এরকম মিথ্যাচার সংবাদ প্রকাশ করেছে উনি বাংলাদেশের প্রশাসনের কাছে দ্রুত এদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *