গ্যাস ফিল্ডস কর্তপক্ষ ও ট্যাঙ্কলরী শ্রমিকদের সমঝোতা বৈঠক

সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর ডাকে ট্যাঙ্কলরী শ্রমিকদের ৪ দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান কর্মবিরতি আন্দোলন সমঝোতা বৈঠকের পর স্থগিত ঘোষণা করা হয়েছে। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষের সাথে সভা কক্ষে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটার এজেন্ট এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশনের মহাসচিব আলহাজ্ব জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটার এজেন্ট এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী মোস্তফা কামাল, বাংলাদেশ ট্যাঙ্কলরী অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগী কমিটির সভাপতি হুমায়ুন আহমদ, বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হাজী শাহজাহান ভুইয়া, সহ সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা’র নেতৃত্বে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর শ্রমিকবৃন্দ সমঝোতা বৈঠকে বসেন।

সমঝোতা বৈঠকে বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসক) প্রকৌশলী শওকত আলম কাদরী, মহাব্যবস্থাপক (এলপিএম) প্রকৌশলী রওনাকুল ইসলাম, পিএমডি প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লা, উপ-প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সহ শ্রমিকবৃন্দ।

সমঝোতা বৈঠকে শ্রমিকদের ২ দফা দাবী- গরম জ্বালানি তেল সরবরাহ করা হবে না। গ্যাস ফিল্ডের অধিনে সকল ডিপো থেকে পূর্বের ন্যায় ৯ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কলরীতে জ্বালানি পণ্য পরিবহনে ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পরিবহন করা তেলের পরিমাণ বিষয়টি রসিদের মধ্যে লিখে দেয়ার আহবান জানান শ্রমিক নেতৃবৃন্দ। শ্রমিকদের আংশিক দাবী পূরণ হওয়া তারা আন্দোলন স্থগিত ঘোষণা করেন। বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অন্তর্ভুক্ত পদ্মা, যমুন, মেঘনা লিমিটেডকে বাকী ২টি দাবী মেনে নেয়ার জোর দাবী জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *