জেএসসি-জেডিসি পরীক্ষায় ২২ দিন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় সভাপতিত্ব করেন।প্রশ্নফাঁস রোধ করতেই কোচিং সেন্টার বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।তিনি বলেন, প্রশ্নফাঁস আমাদের শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় অভিশাপ ছিল। আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। এখন সব ধরনের পরীক্ষায় প্রশ্নফাঁস রোধ করা যাচ্ছে। আশা করছি এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাতেও প্রশ্নফাঁস রোধ করা যাবে।ডা. দীপু মনি বলেন, আমাদের অনেক দায়িত্ব। ছোটদের এই পরীক্ষা যেন সুন্দরভাবে শেষ করা যায় সেদিকে সবাইকে সচেতন হতে হবে।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব মাহমুদুল হক, মাউশির পরিচালক সৈয়দ গোলাম ফারুকসহ আরও অনেকে।এবারে ২ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি পরীক্ষা ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত দিনগুলোতে ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *