সিলেট শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যানের যোগদান : কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ

জাবেদ এমরান:: সিলেট শিক্ষাবোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মো. মজিদুল ইসলাম শিক্ষাবোর্ডে যোগ দিয়ে কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১ জুলাই) বিকেলে সিলেট পৌছার পরপরই বোর্ড মিলনায়তনে তিনি এ সাক্ষাতে মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব মোস্তফা কামাল, কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জম হোসেন, বিদ্যালয় পরিদর্শক মো: মঈনুল ইসলাম সহ বোর্ডের বিভিন্ন বিভাগের সকল কর্মকর্তা বৃন্দ।

অধ্যাপক মো. মজিদুল ইসলাম গাজীপুরে টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের মৃত মো: আজিজুল হক ও মোমেনা খাতুনের পুত্র। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, নতুন চেয়ারম্যান অধ্যাপক মো. মজিদুল ইসলাম মঙ্গলবার (২ জুলাই) থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন করবেন। তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. মজিদুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

এর আগে গত বছরের ১৫ মার্চ সিলেট বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পান আবদুল কুদ্দুস।

অধ্যাপক আবদুল কুদ্দুসের মেয়াদ শেষ হয়েছে গত বৃহস্পতিবার।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *