দুই দিন ব্যাপি রোটারি প্রেসিডেন্ট ইলেক্ট ট্রেনিং সম্পন্ন

বিশ্বব্যাপি মেলবন্ধনের মাধ্যমে রোটারি কার্যক্রম গতিশীল করে বিশ্ব থেকে ক্ষুধা দারিদ্র্য ও কুশিক্ষা দূর করে বিশ্বকে বসবাসের শান্তিময় স্থান হিসেবে গড়ে তুলার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের গভর্নর ইলেক্ট কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর। গত ১৫ মার্চ শুরু হওয়া রোটারি বর্ষ ১২০১৯-২০২০ দুইদিন ব্যাপী রোটারি প্রেসিডেন্ট ইলেক্ট ট্রেনিং সেমিনারে উদ্ভোধনী অনুষ্ঠানের তিনি একথা গুলো বলেন। উদ্ভোধনী অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট রোটাঃ ওয়াহিদূর রহমান ওয়াহিদের পবিত্র কোরান থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হয়ে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের পর রোটারি প্রত্যয় পাঠ করেন সাবেক প্রেসিডেন্ট হানিফ মোহাম্মদ। সিলেটের একটি অভিজাত হোটেলে ২ দিন ব্যাপী অনুষ্ঠানে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর গভর্নর দিল নাশিঁ মোহসেন, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর গভর্নর আ ফ ম আলমগীর ও সাবেক গভর্নর এম এ আওয়াল, এম এ আহাদ, কে এম জয়নুল আবেদীন, ডঃ মীর আনিসুজ্জামান, ডাঃ মনজুরুন হক চৌধুরী, ইন্জিনিয়ার এম এ লতিফ, শহীদ আহম্মদ চৌধুরী, অধ্যাপক ডঃ এম তৈয়ব চৌধুরীসহ, ডিজিই আন্তর্জাতিক জেলা ৩২৮১ খায়রুল আলম, ডিজি এন ডঃ বেলাল উদ্দিন আহমদ, ডিজি এন ডি আবু ফয়েজ খান চৌধুরী সহ রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১,৩২৮২ এর অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ট্রেনিং প্রোগ্রামের সার্বিক দায়িত্বে ছিলেন ডিসট্রিক্ট ট্রেইনার পিডিজি ইন্জিনিয়ার এম এ লতিফ। রোটারিয়ান রুমেল এম সাইফুর রহমান পীর-এর উপস্থাপনায় উক্ত ট্রেনিং প্রোগ্রামে মোডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন পিডিজি এম এ আওয়াল, পিডিজি এম এ আহাদ, পিডিজি মীর আনিসুজ্জামান, পিডিজি ডাঃ মন্ঞ্জুরুন হক চৌঃ, পিডিজি ডঃ শহীদ আহমেদ চৌঃ, পিডিজি ডঃ তৈয়ব চৌঃ। এছাড়া উক্ত অনুষ্ঠানে ট্রেইনারের দায়িত্ব পালন করেন পি.পি মাহবুব সোবহানী চৌঃ, পি.পি এ এইচ এম ফয়সল, সৈয়দ আশরাফ আহমদ, পি.পি নীরেশ চন্দ্র দাস, পি.পি ডাঃ মীর মাহবুল আলম, পি.পি খায়রুল জাফর চৌঃ, পি.পি মোঃ সেলিম খান, পি.পি আসাদুজ্জামান সায়েম, পি.পি আহমদ রেজাউল করিম জুবায়ের।
জাক-জমক পুর্ণ অনুষ্ঠানে রোটারি সেবামূলক কর্মকাণ্ডের উপর বক্তব্য রাখেন পিডিজি কে এম জয়নুল আবেদীন, যুব সমাজের জন্য রোটারি কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন পি.ডি.জি ডঃ তৈয়ব চৌঃ, ক্লাবকে শক্তিশালী করার বিষয়ে বক্তব্য রাখেন ডি.জি.এন বেলাল উদ্দিন আহমদ এবং রোটারি ভাবমূর্তি বৃদ্ধি করণের উপর বক্তব্য রাখেন পি.ডি.জি ইন্জিনিয়ার এম. এ. লতিফ।
দু’দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে অংশগ্রহনকারী সকল প্রেসিডেন্ট ইলেক্টকে সনদ পত্র ও উত্তরীয় প্রদান করেন উপস্থিত রোটারিয়ান নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের পি.পি জিয়াউল হক।
সমাপনী অনুষ্ঠানে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর গভর্নর দিল নাশিঁ মোহসেন বলেন, রোটারি কার্যক্রম হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে অব্যাহত রাখার দায়িত্ব হচ্ছে গভর্নরদের। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ গভর্নরগণ এ ধারাকে অব্যাহত রেখেছেন ও রাখবেন এটাই তার প্রত্যাশা। সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ডিজি এন ডি আবু ফয়েজ খান চৌঃ। এ অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ডিস্ট্রিক গভর্নর ইলেক্ট ডিস্ট্রিক্ট এম আতাউর রহমান পীর ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল নীরেশ চন্দ্র দাস, ডিস্ট্রিক্ট একজিকিউটিভ সেক্রেটারি মোঃ সেলিম খান, ডিস্ট্রিক ট্রেজারার মোঃ মিজানুর রহমান, প্রোগ্রাম চেয়ারম্যান পি পি জিয়াউল হক সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের মুলতবি ঘোষনা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *