ডাকসু নির্বাচনে কারচুপির প্রতিবাদে শাবিতে বামপন্থীদের বিক্ষোভ সমাবেশ

সিলেট  নিউজ টাইমস্ ডেস্:: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নির্বাচনের কারচুপির প্রতিবাদ ও নির্বাচন বর্জন করে পুনরায় তফসিল ঘোষণা এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মঙ্গলবার দুপুরে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে শাবি শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও জাতীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও জাতীয় ছাত্রদলের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী তাঁরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবি শাখা কমিটির সদস্য মো. মঈনুদ্দিন মিয়ার সঞ্চালনায় এবং জাতীয় ছাত্রদল শাবি শাখার সভাপতি রামকৃষ্ণ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র দলের শাবি শাখা সাংগঠনিক সম্পাদক দ্বীনবন্ধু সরকার সৌরভ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবি শাখার সাধারণ সম্পাদক নাজিরুল আযম বিশ্বাস। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবি শাখার আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র এবং জাতীয় ছাত্রদল শাবি শাখার সাধারণ সম্পাদক রুপেল চাকমাসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সবাই আশাবাদী ছিল একটি সুষ্ঠ ও গণতান্ত্রিক পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কুয়েত-মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার, রোকেয়া হলে ব্যালটবাক্স উধাও, ভোটকেন্দ্র গুলোতে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দখল-দারিত্ব, ছাত্রলীগের বিপরীতে দাঁড়ানো প্যানেল সমূহের প্রতিনিধিদের হামলা ইত্যাদি মূলত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার নামান্তর। সেজন্য এই নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সর্বস্তরের জনগণ প্রত্যাখ্যান করেছে।’

তাঁরা পুনরায় ডাকসু নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, ‘আজ এটা দিনের আলোর মত সত্য যে, ছাত্র অধিকার দমিয়ে রাখা রাষ্ট্রযন্ত্র তার সর্বশক্তি দিয়ে এই নির্বাচনকে একটি প্রহসনের নির্বাচনে পরিণত করছে। এতে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাবির ঐতিহ্যবাহী ছাত্র সংসদ (ডাকসু) কলঙ্কিত হয়েছে। তাই আমরা পুনরায় তফিসল ঘোষণা এবং হলের বাইরে ক্লাসরুমে পুনরায় নির্বাচনের আহ্বান জানাচ্ছি।’

তাঁরা দীর্ঘ ২১ বছর ধরে অচল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন দাবি করে বলেন, ‘সেই সাথে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২১ বছর ধরে অচল থাকা শাবির ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিও জানাচ্ছি।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *