গ্রন্থ সমালোচনা

নিলয় গোস্বামী
লেখক,প্রাবন্ধিক।।

“শব্দহীনতার দেশে
কবিতায় শব্দাভাব তো হবেই
এখানে গুম,খুন হলে শব্দ হয় না
গণধর্ষণ বা হত্যা হলেও
আওয়াজ হয় না।
পতাকার অবমূল্যায়ন হলেও চেতনার ধ্বজা ওড়ে না।”

‘নৈঃশব্দের কাব্য ‘ কবিতায় দৃঢ় উচ্চারণ করেছেন এই পঙক্তি গুলো কবি অন্যায়ের, অসাম্যের বিরুদ্ধতা জানিয়ে, দুরন্ত প্রতিবাদী হয়ে।
দেশ, সমাজের প্রতি প্রগাঢ় ভালোবাসা ও দায়বদ্ধতার বলিষ্ঠ মনোবল প্রকাশিত হয়েছে এই কবিতায়।পুরো কবিতায় শব্দভাব তো নেই-ই বরঞ্চ আছে একগুচ্ছ শব্দের সফল সম্ভার।

“আজ সকালে শান্তনুর হাত
আলতো করে ছুঁয়ে গেল আমায়,
তার পর থেকেই
হৃদয়ের তন্ত্রীতে, কি জানি কী মন্ত্রতে
অবিরাম সরবে বেজে যাচ্ছে সরোদ।
এর নাম কি প্রেম ! নাকি ভালোবাসা”!

‘স্বপ্ন পূরণ ‘ কবিতার অমিয় পঙক্তি মালা। এখানে প্রেম ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘদলের মতো।

“আমি মন রাঙাতে জানিনা
ভ্রুকুটিতে তুলতে পারিনা ঝড়
কাউকে ধরে রাখার মতো ধার নেই
মগজে আমার
নেই রুপের কামড়”।

‘প্রকাশের দোষ’ কবিতার পঙক্তি গুলো।
পড়লেই দেখা যায় স্বপ্নিল, মুগ্ধ, প্রেমের অনুরাগ প্রকাশ করেছেন কবি তাঁর মসৃণ লেখনশৈলী দিয়ে।

পাঠকদের কাছে কবিতাটি যথেষ্ট প্রাণবন্ত হয়ে ধরা দিবে বলেই একজন পাঠক হিসেবে আমার মনে হচ্ছে।
এই বইয়ে এমন অনেক কবিতা আছে, যা পাঠকদের প্রেমিক হৃদয়ে নাড়া দিয়ে যাবে নিশ্চিত ভাবে।

‘স্বাধীনতা ‘ কবিতায় কবি অগুনতি জীবনের যাপন সংশ্লিষ্ট সীমাবদ্ধতা ও সংকীর্ণতাকে উপস্থাপন করেছেন এক নিপুণ শব্দ কারিগর হয়ে।
অনেক পাঠকই এই কবিতার ভাবের মাঝে প্রবেশ করতে পারবে সাবলীল ভাবে।স্বাদ নিতে পারবে জীবনের দর্পণ ভেবে।

‘খুঁজি তোমায়’, ‘একটি দলিলের মৃত্যু’ ‘ জীবন চক্র’ ‘এক জনমের দুঃখ’ কবিতা গুলোতে অতৃপ্ত আবেশ,শূন্যতা, ক্ষুভ প্রকাশ করেছেন দারুণ ভাবে।
‘কবি’ ‘পোস্টমর্টেম’ কবিতা গুলোর ভাবনা জাগায় হৃদয়ে।অনেক বার পড়তে ইচ্ছে হয়।অনেক বিচ্যুতির ক্ষুভিত প্রকাশ এই কবিতা গুলোতে।

“কতদিন মায়ের গায়ের গন্ধটা পাইনা !
সেই ওম,সেই প্রশান্ত মুখ !
স্নিগ্ধ আদর,হাতের ছোঁয়া।
বাইশ বছরে ঝাপসা হয়ে আছে কত স্মৃতি”…

‘বাইশটা বছর’কবিতায় কবি ময়ের আদর, আশীর্বাদ কে ভীষণ ভাবে অনুভব করছেন।
একজন পাঠক, এই কবিতা, তার নিজের হৃদয়ের কথা ভেবেই নিয়ে নিতে পারবেন অনায়াসে।
অপূর্ব একটি কবিতা !

‘জয়িতা কাব্য'(কথোপকথন)পড়লে প্রেমের প্লাবন বয়ে যায় হৃদয়ে।

“আমার দিকে তাকিও না, পারবেনা যে নিজেকে সামাল দিতে”

আশ্চর্য উক্তি নয়, কিন্তু হৃদয় নিঙড়ানো আবেগের শক্তিশালী প্রকাশ।তাঁর পাঠক মাত্রই এই কবিতাটি পড়া উচিৎ।

‘কবিতা ও নারী ‘ ‘দূরের তুমি’ ‘খড়কুটো -প্রেম’ ‘যেও না’
‘সেই আমি সেই তুমি’ ‘ছুঁয়ে আছো গহিনে’
‘ব্যথার চালচিত্র”শেকড়’ ‘প্রিয় শব্দ স্বাধীনতা’ সহ ৭১ টি কবিতা আছে মৌনী মৃন্ময়ী বইয়ে।প্রত্যেকটি কবিতা মুগ্ধতার রেশ দিয়ে যায় নিজস্ব ভাবের আবেশে।
একজন পাঠক হয়ে একটি কাব্যগ্রন্থ পড়ার ক্ষেত্রে, পরিপূর্ণ তৃপ্তির যেটুকু প্রাপ্য-তার সবটুকু তৃপ্তিই জড়িয়ে আছে ‘মৌনী মৃন্ময়ী’ কাব্যগ্রন্থে।আরো আরো কাব্যগ্রন্থ প্রকাশ করার ও পাঠক তৃপ্তি নিবারণের প্রত্যাশা রেখে গেলাম। অনেক অনেক শুভ কামনা কবি।

‘মৌনী মৃন্ময়ী ‘
কবি:জেরিন মোসফেকা।
প্রকাশক :রচয়িতা
মূল্য :১৫০ টাকা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *