সুনামগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

শাফি উদ্দিন ফাহিম::প্রথম ধাপে সুনামগঞ্জ জেলার ১০ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার জেলা রিটানিং অফিসার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে খায়রুল হুদা চপল (নৌকা), সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন (আনারস), যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা রাশেদ বখ্ত নজরুল (মোটরসাইকেল) ও আওয়ামী লীগ নেতা মনিষ কান্তি দে মিন্টু (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে আবুল হোসেন(তালা), মো. বাবুল মিয়া (টিউবওয়েল), জাকির হোসেন শাহীন(চশমা), মো. শহীদুল্লা (উড়োজাহাজ)ও সাইফুল ইসলাম মোবিন(মাইক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিগার সুলতানা কেয়া (বৈদ্যুতিক পাখা) সানজিদা নাসরিন ডিনা(হাঁস), ছাদিয়া বখত(ফুটবল), মিনারা বেগম(কলস), ফেরদৌসি সিদ্দিকা (পদ্মফুল)।

দক্ষিণ সুনামগঞ্জে চেয়ারম্যান পদে আবুল কালাম (নৌকা), উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে জমির হোসেন জামিল (টিউবওয়েল), নূর হোসেন (মাইক), মাওলানা আতাউর রহমান(তালা), কামাল হোসেন পারভেজ (টিয়া পাখি)ও শহীদুল ইসলাম (বৈদ্যুতিক বাল্ব), মোশারফ হোসেন (চশমা), সীতাংশু শেখর ধর (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবিনা বেগম(কলস), দোলন রানী তালুকদার(পদ্মফুল), অ্যাডভোকেট হেলিনা আক্তার (বৈদ্যুতিক পাখা), ও রফিকা মহির (ফুটবল)।

শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে চৌধুরী আব্দুল্লা আল মাহমুদ (নৌকা) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস (আনারস)।

ভাইস চেয়ারম্যান পদে দিপু রঞ্জন দাশ (টিউবওয়েল), পংকজ কুমার চৌধুরী (উড়োজাহাজ), কালী পদ রায় (), ফনী ভূষণ সরকার(বই) মো. আব্দুল মজিদ(চশমা), অরিন্দম চৌধুরী (টিয়াপাখি), কালীপদ রায়(লাঙল), মো. সাইফুর রহমান(তালা)।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেজিয়া বেগম(কলস)),অলি বেগম(ফুটবল), আজিজুন্নেছা (সেলাই মেশিন), ব্রেইনী তালুকদার(পদ্মফুল), অমিতা রানী দাশ (প্রজাপতি), মোছা. নেহার বেগম (হাঁস)।

দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রদীপ রায় (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন (আনারস), জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী (মোটর সাইকেল), দিরাই উপজেলায় রঞ্জন কুমার রায় (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে জায়ফর মিয়া (টিয়া পাখি), মোহন চৌধুরী (চশমা), রুহুল আমীন(তালা), আরিফুজ্জামান চৌধুরী(মাইক), সর্দার কামাল হোসেন (টিউবওয়েল) ও জুবের আলম (বৈদ্যুতিক বাল্ব)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছবি চৌধুরী (হাঁস), অ্যাডভোকেট রিপা সিন্হা (ফুটবল)। বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, বিএনপি’র হারুন অর রশিদ (মোটর সাইকেল), রফিকুল ইসলাম তালুকদার (নৌকা), আওয়ামী লীগ নেতা সফর উদ্দিন(আনারস)।

ভাইস চেয়ারম্যান পদে সোলেমান তালুকদার (বই), হুমায়ুন কবির পাপন(চশমা), মুক্তিযোদ্ধা মো. তাজ্জদ আলী (মাইক), সাইফুল ইসলাম (উড়োজাহাজ), দেলোয়ার হোসেন দিলু(তালা), সেলিম আহমদ(টিয়াপাখি), হাসান বশির(মিনার), আব্দুল মান্নান(টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা আক্তার(প্রজাপতি), মাহফুজ আক্তার রীনা(কলস), মোছা. মদিনা আক্তার (ফুটবল)।

তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে করুণা সিন্ধু চৌধুরী বাবুল (নৌকা) ও জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হক (মোটর সাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদে আলমগীর খোকন (চশমা)), রিয়াজ উদ্দিন খন্দোকার(টিয়া পাখি), ফেরদৌস আলম আখঞ্জি(মাইক), রহমত আলী(তালা), মিলন তালুকদার (উড়োজাহাজ)ও আব্দুল বারেক(টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবা আক্তার (সেলাই মেশিন), খালেদা বেগম(প্রজাপতি), হেনা আক্তার(পদ্মফুল), বিউটি রানী সরকার (কলস) ও সেলিনা বেগম (ফুটবল)।

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডা. আব্দুর রহিম (নৌকা), উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক (আনারস), আওয়ামী লীগ নেতা দেওয়ান তানভির আশরাফি বাবু (কাপপিরিস), বিএনপি নেতা হারুনুর রশিদ (মোটর সাইকেল), রেনু মিয়া (লাঙল)।

ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম (চশমা), জিয়াউর রহমান, সিরাজুর রহমান (টিয়া পাখি), আব্দুর রাজ্জাক (বই), নূর হোসেন (উড়োজাহাজ), ফয়জুল হক (টাইপ রাইডার), জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), আব্দুল করিম (পালকি)।

দোয়ারাবাজার উপজেলার জালাল উদ্দিন আহমেদ(ঘুড়ি), মো. মারফত আলী(আইসক্রিম), মো. নুর আলী ইমরান (বৈদ্যুতিক বাল্ব), মো. হারুন মিয়া (মাইক), গুরুদাস দে (তালা), মো. জিয়াউর রহমান (গ্যাস সিলিন্ডার)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালেহা বেগম(ফুটবল), সৈয়দা পারভিন সুলতানা(কলস), সখিনা বেগম(পদ্মফুল) ও ঝর্ণা রানী দাস(প্রজাপতি)।
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ (নৌকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাচনাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীম (মোটর সাইকেল), রাশিদ আহমদ (আনারস)।

ভাইস চেয়ারম্যান পদে গোলাম জিলানী আফিন্দী রাজু (তালা), আকবর হোসেন(মাইক), অ্যাড. জুবায়ের আবেদীন(টিউবওয়েল), জসিম উদ্দিন তালুকদার(টিয়াপাখি), আব্দুল আউয়াল(বই), আব্দুল আহাদ(চশমা), সিদ্দিকুর রহমান(উড়োজাহাজ), জুবায়ের আবেদীন, শাহাব উদ্দিন(বৈদ্যুতিক বাল্ব), আব্দুল কুদ্দুছ(গ্যাস সিলিন্ডার), রশীদ আহমদ, আসাদুল আলম সিদ্দিকী(পালকি)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু(ফুটবল), বীনা রানী তালুকদার(পদ্মফুল), শারমীন সুলতানা(কলস), রুনা লায়লা(বৈদ্যুতিক পাখা), চৌধুরী শারমীন রহমান(প্রজাপতি) ও সোহেলা আক্তার(হাঁস), রাবেয়া সিদ্দিকা(সেলাই মেশিন)।

ধর্মপাশা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মো. শামীম আহমেদ মুরাদ (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী (আনারস), উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন (ঘোড়া), শামীস আহমদ বিলকিস (মোটর সাইকেল)।

ভাইস চেয়ারম্যান পদে মো. কামাল(তালা), এএসএম ওয়াসিম(উড়োজাহাজ), বিল্লাল হোসেন (টিউবওয়েল), ফারুক আহমেদ(চশমা), মো. আব্দুল হাই তালুকদার (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমিন আক্তার(ফুটবল), শান্তা চৌধুরী (কলস)।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *