জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ২০টি শ্যালো মেশিন ও ২টি এস্কেভেটর বিনষ্ট

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ২০টি শ্যালো মেশিন ও ২টি এস্কেভেটর হ্যামার দিয়ে ভাংচুর করে বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র নেতৃত্বে জাফলংয়ের বল্লাঘাট পাথর কোয়ারি ও মন্দিরের জুম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল, সেকেন্ড অফিসার (এসআই) জুনেদ আহমেদ, ট্যুরিস্ট পুলিশের এএসআই জ্যুতিষসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

এ ব্যাপারে ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ করতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। এরপর থেকে যদি কেউ আদালতের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *