ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী গোলকিপার গর্ডন ব্যাঙ্কস আর নেই

খেলাধুলা ডেস্ক:: যার দেয়াল হয়ে দাঁড়ানোর অসম্ভব দক্ষতায় ১৯৬৬ বিশ্বকাপ জিতেছিলো ইংল্যান্ড, সেই কিংবদন্তি গোলকিপার গর্ডন ব্যাঙ্কস মারা গেছেন মঙ্গলবার। ৮১ বছর বয়সী বিশ্বকাপ জয়ী এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব স্টোক সিটি।

ইংল্যান্ডের হয়ে ৭৩ ম্যাচ খেলা ব্যাঙ্কসের ক্যারিয়ার স্থায়ী ছিলো ১৯৬৩ থেকে ১৯৭২ সাল পর্যন্ত। স্টোক সিটির হয়ে ২০০টি ম্যাচে খেলা সর্বকালের অন্যতম সেরা এই গোলকিপারের ক্যারিয়ারের ইতিঘটে আকস্মিকভাবেই! ১৯৭২ সালের অক্টোবরে সড়ক দুর্ঘটনায় এক চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। ঘুমন্ত অবস্থাতে ইহলোক ত্যাগ করেছেন তিনি। মৃত্যু প্রসঙ্গে তার সাবেক ক্লাব স্টোক সিটি ব্যাঙ্কসের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গভীর রাতে মৃত্যু বরণ করেছেন গর্ডন ব্যাঙ্কস। তার মৃত্যুতে আমরা শোকাহত।’

পেলের বিপক্ষে সেভ অব দ্য সেঞ্চুরির সেই মুহূর্ত।১৯৬৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচই তিনি খেলেছেন। এর চার বছর পরের বিশ্বকাপে করা এক অসাধারণ কীর্তিই তাকে অমর করে রেখেছে। মেক্সিকোতে ব্রাজিলের বিপক্ষে তারা গ্রুপ পর্বে ১-০ গোলে হারলেও সেই ম্যাচে পেলের দর্শনীয় হেড অসম্ভব দক্ষতায় সেভ করেছিলেন ব্যাঙ্কস। যাকে বলা হয় ‘সেভ অব দ্য সেঞ্চুরি।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *