আম্বরখানায় সিসিকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:: নগরীর আম্বরখানায় সুনামগঞ্জ রোড়স্ত চায়না মার্কেট এর সামনে অবৈধ দখল উচ্ছেদ করতে এসে উৎসুক জনতার সামনে মালিক পক্ষের বাধাও উত্যপ্ত বাক্য বিনময়ের সম্মুখীন হন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফ,

উল্লেখ্য গত ২৬ জানুয়ারী রাতে অবৈধ দখল উচ্ছেদ করতে এসে ৩ দিনের সময় বেধে দিয়ে যান,ও অনোমুদনের বৈধ কাগজপত্র নিয়ে মেয়রের সাথে সিটি কর্পোরেশনে যোগাযোগ করার জন্য মৌখিক ভাবে বলে যান। কিন্ত এই সময়ের মধ্যে নিজ ইচ্ছায় উচ্ছেদ করা হয়নি ও দেখা করা হয়নি, দ্বিতীয় ধাপে এসে বাক বাক্ববিতন্ডায় জড়িয়ে পড়েন সিলেট সিটি করপোরেশন এর মেয়র আরিফ ও নগরীর চায়না মার্কেট এর স্বত্বাধিকারী নুরুল ইসলাম খান, এই সময় চায়না মার্কেট এর স্বত্বাধিকারী নুরুল ইসলাম খান চায়না মার্কেট সম্মুখে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে আদালতে অভিযোগ করবেন বললে মেয়র ক্ষিপ্ত হন ,

পরবর্তীতে চায়না মার্কেট সহ আশে পাশে সকল অবৈধ স্হাপনা বলটুজার দিয়ে গুড়িয়ে দেন, চায়না মার্কেট এর স্বত্বাধিকারী নুরুল ইসলাম খান কে মার্কেট এর বৈধ কাগজ পত্র নিয়ে সাক্ষাৎ করার জন্য মৌখিক ভাবে বলে যান,

উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশন কর্মকর্তা ও কর্মচারী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী সহ , আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত চিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *