মানবন্ধনের ৭২ ঘন্টা অতিবাহিত হবার পূর্বেই ছাতকে গ্রামীণফোন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন এলাকা পরিদর্শন

শংকর দত্ত:: ছাতকের গ্রামীণফোন নেটওয়ার্কের সমস্যা দ্রুত সমাধানের লক্ষে ২৮ জানুয়ারী বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন গ্রামীণফোনের সিলেট সার্কেলের টেকনোলজি হেড নন্দন কুমার সাহা ও সহযোগী টিম ও গ্রামীণফোন সুনামগঞ্জ জেলা এরিয়া ম্যানজার আজিম মাহমুদ, ছাতক টেরিটরি ম্যানেজার শাহরিয়ার রেজা, নলজুর কর্পোরেশন জি,এম রাজন দাস, সুপার ভাইজার লিটন লাল ধর লিমন, জিল্লুর রহমান, সহ গ্রামীণফোনে কর্মকর্তাগন।

কর্মকর্তাগণ প্রথমে- গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের নিজ গ্রাম ও তাজপুর, নুরুল্লাপুর, সুফিনগর, রায়সন্তোষ পুর, সহ ছাতক উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

ছাতকের নেটওয়ার্ক সমস্যা পর্যালোচনা করে দ্রুত সমাধানের অাশ্বাস প্রদান করেন গ্রামীণফোনের কর্মকর্তারা ।

এ সময় উপস্থিত ছিলেন কাউছার আহমদ, মাষ্টার পংকজ দত্ত, মানবাধিকার কর্মী ফজল উদ্দিন, মাষ্টার রেজ্জাদ আহমদ, হেলাল মিয়া, শরিফ, আহমদ, আব্দুল্লাহ প্রমুখ।

উল্লেখ্য গত ২৫শে জানুয়ারী, ছাতকের গোবিন্দগঞ্জে গ্রামীণফোন নেটওয়ার্ক বিড়ম্বনায় তীব্র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার দু-দিন অতিক্রমের পর ২৮শে জানুয়ারী গ্রামীণফোনের ঊর্ধ্বতন কতৃপক্ষ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *