গ্রামীণ ফোন নেটওয়ার্ক বিড়ম্বনায় তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

শংকর দত্ত:: সুনামগঞ্জের ছাতকে গ্রামীণ ফোন নেটওয়ার্ক বিড়ম্বনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

২৫শে জানুয়ারী বিকাল ৩.৫০, উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ,প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি,বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, সোনালী অতীত ফুটবল ক্লাব,আলো রক্তদান সমাজ কল্যান সংস্থা,নির্মাণ শ্রমিক সমাজ কল্যান সংগঠন,একতা ইলেক্টিশিয়ান সমিতি,গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতি,নিজ নিজ ব্যানারে অংশগ্রহন করেন।

শিক্ষক নেতা পংকজ দত্তের পরিচালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা মানবাধিকার কাউন্সিলের সহ-সভাপতি ফারুক আহমদ সরকুম,আইন বিষয়ক সম্পাদক এড. আবুল কালাম আজাদ,উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি রুহুল ইসলাম পলাশ, সহ-সভাপতি খলিলুর রহমান,পরেশ চন্দ্র দাশ,মিজানুর রহমান খান,নিখিল চন্দ্র দাশ,নুর মিয়া,আলকাছ আলী,শহিদুল ইসলাম,সহকারী শিক্ষক সমিতির সভাপতি পিংকু দাশ,সাধারন সম্পাদক রেজ্জাদ আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক দেবানন দেব,সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম,নিখিল চন্দ্র দাশ,মহিম উদ্দিন,আবু তাহের,শহিদুল ইসলাম,ইউপি সদস্য আবুল হোসেন,সাবেক মেম্বার মুহিবুর রহমান,যুবলীগ নেতা লোকমান হোসাইন,আব্দুল কাহার,আব্দুল হক,যুগ্ম সম্পাদক কাউছার আহমদ,অর্থ সম্পাদক আবুল কয়েছ,সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন,উজ্জীবক সুজন তালুকদার,প্রচার সম্পাদক সালেহ আহমদ রাসেল, গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাবের সভাপতি ছায়েদ মিয়া, আলো রক্তদান সমাজ কল্যান সংস্থার সভাপতি মুহিবুর রহমান সুহান,তরুন সমাজকর্মী ইমাম হাসান,ছায়াদ মিয়া, জামাল হোসেন,প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামীণফোন নেটওয়ার্ক বিভ্রান্তে অতিষ্ট হয়ে উঠেছেন এখানের গ্রাহকরা।

উপজেলা প্রত্যন্ত অঞ্চলসহ শহর এলাকায় ও দেখা দিয়েছে নেটওয়ার্ক সমস্যা। গ্রামীণ ফোন লাখ লাখ টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। গ্রামীন ফোনের সার্ভিস সেন্টারে নিয়োজিত কর্মীরা এর সঠিক সমাধান দিতে পারছে না এমন ভিবিন্ন সমস্যায় টাকা দাবী করেন বলে গ্রাহকেরা অভিযোগ করেন।

ডিজিটাল যুগে এমন নেটওয়ার্ক বিভ্রাট গ্রাহকরা কিছুতেই মেনে নিতে পারছেন না। এ সময় বক্তারা, এম বি ব্যবহারে নির্দিষ্ট সময়সীমা বাতিল করার জোর দাবী জানান। আগামী ২১শে ফেব্রুয়ারীর মধ্যে নেটওয়ার্ক সমস্যার সমাধান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *